খেলাধুলা

নেইমারহীন ম্যাচে জিততে পারেনি পিএসজি

ক্রীড়া ডেস্ক : গতকালের ম্যাচ দিয়ে ২২২ মিলিয়ন ইউরোর নেইমারের গুরুত্ব বোধহয় ভালোভাবেই অনুভব করতে পারবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগে টানা ছয় ম্যাচ পর জয়রথ থামল দলটির। মপেঁলিয়ের মাঠে নেইমারকে ছাড়া খেলতে নেমে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে উনাই এমেরির দল। লিগ ওয়ানে গতকাল পায়ের চোটের কারণে মপেঁলিয়ের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ব্রাজিলিয়ান এ তারকা না থাকলেও পিএসজি শিবিরে ছিলেন ফর্মে থাকা স্ট্রাইকার এডিনসন কাভানি ও ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেরা। তবে দলকে জয় এনে দিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি তারা। নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মপেঁলিয়ের মাঠে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল পিএসজি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।ফলে শেষপর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে। সাত ম্যাচে ছয় জয়ের পর এই ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো। রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু