খেলাধুলা

শাহরিয়ারকে ছাড়িয়ে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক : অফ স্টাম্পের বাইরে কাগিসো রাবাদার ১৪০ কিলোমিটার গতির বল। স্লাইস করে দিলেন মুমিনুল হক। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, চার। ওই চারে মুমিনুলের রান হয়েছে ৭২। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। মুমিনুল ছাড়িয়ে গেছেন আল শাহরিয়ারকে। ২০০২ সালে ইস্ট লন্ডনে শাহরিয়ার করেছিলেন ৭১। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানের ফিফটিই আছে আর কেবল তিনটি। ২০০৮ সালে সেঞ্চুরিয়নের একই টেস্ট ইনিংসে জুনায়েদ সিদ্দিক করেছিলেন ৬৭, আর মুশফিকুর রহিম ৬৫। ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকারের ব্যাট থেকেও এসেছিল ৬৫। সেবার ইস্ট লন্ডনে সিরিজের প্রথম টেস্টে ৪৯ করে আউট হয়ে গিয়েছিলেন সানোয়ার হোসেন। এবারের সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচেই ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মুমিনুল। প্রথম ইনিংসে ৬৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৩। সেই পারফরম্যান্সটা পচেফস্ট্রুমে প্রথম টেস্টেও টেনে আনলেন বাঁহাতি ব্যাটসম্যান। আজ দলের বিপদের সময়ে তুলে নিলেন দারুণ এক ফিফটি। খেললেন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে মুমিনুল অপরাজিত আছেন ৭২ রানে। ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলে সেটি হবে আরেকটি দারুণ অর্জন। রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৭/পরাগ