খেলাধুলা

রোনালদোর গোলে সরাসরি বিশ্বকাপের পথে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে আরও একধাপ এগিয়ে গেল পর্তুগাল। ইউরোর চ্যাম্পিয়নদের পথ দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাছাই পর্বে সাত ম্যাচে ১৪ গোল ছিল রোনালদোর নামের পাশে। শনিবার রাতে গোল করে সংখ্যাটা বাড়িয়ে নিলেন সিআর সেভেন। অ্যান্ডোরেকে ২-০ গোলে তাদের মাটিতেই হারিয়েছে রোনালদোর পর্তুগাল। ম্যাচে গোল করেছেন রোনালদো। গোল করিয়েছেন সতীর্থ আন্দ্রে সিলভাকে দিয়ে। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে পুরোনো ছন্দে চেনা রোনালদোর দেখা মিলল।  

প্রথমার্ধে রোনালদোকে সেরা একাদশে রাখেননি কোচ সান্তোস। গোলশূন্য প্রথমার্ধ থাকায় দ্বিতীয়ার্ধে দলের সেরা খেলোয়াড়কে মাঠে পাঠিয়ে দেন সান্তোস। মাঠে নেমেই মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে তোলেন রোনালদো। গোল পেতেও সময় নেননি রিয়াল মাদ্রিদের এ সুপারস্টার। ৬৩ মিনিটে বাম প্রান্ত থেকে সতীর্থর ক্রস থেকে ডি বক্সের ভিতরে বল পান রোনালদো। ডান পায়ে বল রিসিভ করে বাম পায়ে আলতো টোকা দিয়ে বল জালে জড়ান বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার। ৬ মিনিট পরই ৩০ গজ দূর থেকে ফ্রি কিক নিয়েছিলেন রোনালদো। ডান পায়ে নেওয়া শট বার ঘেঁষে বেরিয়ে যায়।  

৮৬ মিনিটে রোনালদোর ক্রস থেকে ডি বক্সে বল পেয়ে শট নেন ডানিলো পিয়েরিয়া। গোল পোস্টের সামনে ডান পায়ে পাস গিয়ে গোল করতে বেগ পেতে হয়নি এসি মিলানের ফরোয়ার্ড আন্দ্রে সিলভাকে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। রোনালদোদের এটি ৯ ম্যাচে অষ্টম জয়। ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে পর্তুগাল। ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড শেষ ম্যাচে ৫-২ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। মঙ্গলবার পর্তুগালের মাটিতে দুই দল মুখোমুখি হবে। ম্যাচে জয় পেলে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে খেলার সরাসরি টিকেট পাবে রোনালদোর পর্তুগাল। পর্তুগাল তিন পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল ব্যবধানে ভালো অবস্থানে আছে পর্তুগাল। মঙ্গলবার শেষ ম্যাচে পর্তুগাল হেরে গেলে তাদেরকে খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে সুইজারল্যান্ডের বিশ্বকাপ খেলতে প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/ইয়াসিন/টিপু