খেলাধুলা

৯৬ রানেই শেষ শ্রীলঙ্কা, পাকিস্তানের লক্ষ্য ৩১৭

ক্রীড়া ডেস্ক : টেস্টের চিত্রনাট্য যে পরতে পরতে বদলাতে পারে, সেটা দেখা গেল আরেকবার। দুবাই টেস্টে প্রথম ইনিংসে দুইশ ছাড়ানো লিড নেওয়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৯৬ রানে! সিরিজে সমতা ফেরাতে পাকিস্তানের চাই ৩১৭ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে একাই করেছিলেন ১৯৬ রান। ১৫৯ ওভার ২ বলে শ্রীলঙ্কা তুলেছিল ৪৮২। পাকিস্তানকে ২৬২ রানে গুটিয়ে দিয়ে ২২০ রানের লিড পায় লঙ্কানরা। সেই লিড বাড়ানোর মিশনে নেমে কিনা একশর আগেই অলআউট! প্রথম ইনিংসে দেড়শ ওভার ব্যাটিং করা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস টিকেছে মাত্র ২৬ ওভার! আগের দিনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ৩৪ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে অলআউট করতে পাকিস্তানের লেগেছে মাত্র সাড়ে ১১ ওভার! কুশল মেন্ডিস ও নিরোশান ডিকভেলা দলকে ৫৯ পর্যন্ত টেনে নিয়েছিলেন। এরপরই পরপর দুই ওভারে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ডিকভেলাকে (২১) ফিরিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ। স্পিনার ইয়াসির শাহর বলে গোল্ডেন ডাক মেরেছেন দিলরুয়ান পেরেরা। এরপর মেন্ডিস (২৯) ও রঙ্গনা হেরাথ (১৭) দলকে ৯৫ পর্যন্ত টেনেছিলেন। কিন্তু ৩৫ রানের এ জুটি ভাঙার পরই ভেঙে পড়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার। ১ রানেই হারায় শেষ ৩ উইকেট! নিজের এক ওভারেই ১ রান দিয়ে উইকেট তিনটি নেন হ্যারিস সোহেল। ওয়াহাব ৪১ রানে ৪টি ও ইয়াসির ৪৭ রানে নেন ২ উইকেট।  রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/পরাগ