খেলাধুলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে লিটনের লাফ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নজরকাড়া পারফরম্যান্স নেই বাংলাদেশ দলের।  ব্যাট হাতে সর্বোচ্চ ১২২ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন মুমিনুল হক, শুভাশীস রায় ও মুস্তাফিজুর রহমান। সাকিবের বিশ্রামে মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছিলেন সুযোগ।  ওয়ানডের নিয়মিত পারফর্মারের সুযোগ ছিল বড় ইনিংস খেলার, দলকে বড় সাফল্য দেওয়ার। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ। পচেফস্ট্রুমে প্রথম ইনিংসে ৬৬ এবং ব্লুমফন্টেইনে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৩ রান। মাঝের দুই ইনিংসে দুই অঙ্কও ছুঁতে পারেননি। লিটন কুমার দাস মুশফিকুর রহিমের পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন। ব্যাট হাতে সামনে দাঁড়িয়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১১৭ রান। ব্লুমফন্টেইনে ১৪৭ রানে অলআউট হওয়া ম্যাচে লিটন করেছিলেন সর্বোচ্চ ৭০ রান। প্রথম ইনিংসের ফর্ম দ্বিতীয় ইনিংসে টানতে পারেননি। ১৮ রান করেছিলেন। ধারাবাহিকতা না থাকলেও দ্যুতি ছড়ানোয় টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন। ৩০ ধাপ এগিয়ে ৯১তম স্থানে এসেছেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান।  ২ টেস্টে ৯৭ রান করে চার ধাপ এগিয়ে ৬৯তম স্থানে এসেছেন ইমরুল কায়েস।  প্রথম টেস্টে খেলার সুযোগ হয়নি পেসার শুভাশিস রায়ের। দ্বিতীয় টেস্টে বল হাতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা ডানহাতি এ পেসার। তাইতো র‌্যাঙ্কিংয়ে উন্নতিও হয়েছে। ১৮ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে শুভাশিস রায়। বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে। অধিনায়ক ফাফ ডু প্লেসি দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানে এসেছেন। অভিষিক্ত আইডেন মার্করাম দারুণ ব্যাটিং করেছেন।  ৪৩ ধাপ এগিয়ে ৬১তম স্থানে মার্করাম। বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টে ১৫ উইকেট নিয়ে কাগিসো রাবাদা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন। পিছনে ফেলেছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও রবিচন্দ্রন অশ্বিনকে। র‌্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তারপরই রবীন্দ্রর জাদেজা। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪৩৮ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে সাকিব আল হাসান। রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/ইয়াসিন