খেলাধুলা

‘ফাইনালে’ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচটা জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে বিজয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। আজ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচের জয়ী দলই জিতবে সিরিজ। কে জিতবে সিরিজ- ভারত না অস্ট্রেলিয়া? জবাব মিলবে আরো কয়েক ঘণ্টা পর। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায়। এই মাঠে এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১ চ্যানেল। দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বিরাট কোহলির দল। স্বাগতিকরা বৃষ্টি আইনে প্রথম ম্যাচটি জিতেছিল ৯ উইকেটে। তবে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। শেষ ম্যাচে আজ কে জেতে, সেটাই এখন দেখার। এই ম্যাচে র‍্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশও আছে। ম্যাচটি অস্ট্রেলিয়া জিতলে র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না। ভারত জিতলে তারা র‍্যাঙ্কিংয়ে পাঁচেই থাকবে। তবে চারে থাকা ইংল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান হবে ১। অন্যদিকে অস্ট্রেলিয়া নেমে যাবে দক্ষিণ আফ্রিকার নিচে, সাতে। রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৭/পরাগ