খেলাধুলা

বৃষ্টিতে ভেসে গেল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টি আইনে ভারত জিতে নেয় ৯ উইকেটের ব্যবধানে। পরের ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নেয় ৮ উইকেটের ব্যবধানে। ১-১ এর সমতা নিয়ে আজ শুক্রবার হায়দরাবাদে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-অস্ট্রেলিয়ার।  কে জিতবে সিরিজ? ভারত নাকি অস্ট্রেলিয়া, সেটা নিয়ে চলছিল আলোচনা। মাঠে গড়ানোর আগেই উত্তাপ ছড়াচ্ছিল বেশ। কিন্তু সেই উত্তাপে পানি ঢেলে দিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে পরিত্যক্ত হয় ম্যাচটি। ১-১ এর সমতা নিয়েই শেষ হয় টি-টোয়েন্টি সিরিজ। অবশ্য ম্যাচটি আয়োজনের জন্য হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা কম চেষ্টা করেননি। ভেজা স্থানগুলোতে বালি দিয়ে মাঠ খেলার উপযুক্ত করার চেষ্টা করেন। কিন্তু আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়েছেন এই মাঠ খেলার উপযুক্ত নয়। ফলে পরিত্যক্ত হয় ম্যাচটি।

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৭/আমিনুল