খেলাধুলা

হাফিজের অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আবারও সন্দেহ তৈরি হয়েছে। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। বোলিং অ্যাকশন নিয়ে এটাই প্রথম অভিযোগ নয় হাফিজের বিরুদ্ধে। এর আগে অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুইবার বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানি এ তারকা ক্রিকেটার। এর আগে বোলিং অ্যাকশন শুধরে ফিরলেও হাফিজের অ্যাকশন আবারও নিয়ম ভেঙ্গেছে বলে অভিযোগ আম্পায়ারদের। সদ্য উঠা এ অভিযোগের কারণে আইসিসির পরীক্ষাগারে যেতে হচ্ছে হাফিজকে। এবার অভিযোগ উঠায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দিতে হবে ৩৭ বছর বয়সি এ তারকাকে। বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে অভিয়োগ উঠায় ১৪ দিনের মধ্যে নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে হাফিজকে। তবে আইসিসির অনুমোদিত ল্যাবের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে সমস্যা নেই হাফিজের। রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টেবর ২০১৭/শামীম