ক্রীড়া ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়েন পারফরম্যান্সের কারণে। জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে হোম সিরিজে ভালো করতে না পারায় দল থেকে ছিটকে যান। পাশাপাশি তার ফিটনেসেও রয়েছে ঘাটতি। জাতীয় দলে ফেরার লড়াইয়ে মালিঙ্গা এখন ব্যস্ত ঘরোয়া ক্রিকেট নিয়ে। কিন্তু সেই ঘরোয়া ক্রিকেটেও কতটুকু সিরিয়াস মালিঙ্গা? শ্রীলঙ্কান পেসার খেলছেন এমসিএ ‘এ’ ডিভিশন নকআউট টুর্নামেন্টে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মালিঙ্গা নেতৃত্ব দেন তেজাই লঙ্কাকে। তাদের প্রতিপক্ষ ছিল এলবি ফিন্যান্স। ম্যাচে ৮২ রানের বড় জয় পায় মালিঙ্গার তেজাই লঙ্কা। তবে ফাইনাল ম্যাচের সব আলো কেড়ে নেন লাসিথ মালিঙ্গা। ‘স্লিঙ্গার' মালিঙ্গা ম্যাচে পেস বোলিংয়ের পরিবর্তে স্পিন বোলিং করেন। ‘স্পিনার’ মালিঙ্গাও বল হাতে দূর্বার। ৩ উইকেট নেন ডানহাতের ঘূর্ণিতে। বল হাতে দ্যুতি ছড়িয়ে দলকে দিয়েছেন শিরোপার স্বাদ। ৩৪ বছর বয়সি মালিঙ্গার স্পিন বোলিংয়ের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়। এমনিতেই জাতীয় দলে ফিরতে পারছেন না তার উপরে মূল ম্যাচে স্পিন বোলিং করায় দুয়োধ্বনি শুনছেন ডানহাতি এ পেসার। শ্রীলঙ্কার এ ক্রিকেটার প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে যাচ্ছেন। আজই তার ঢাকায় চলে আসার কথা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ মালিঙ্গা খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ভিডিও : রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/ইয়াসিন