খেলাধুলা

ব্রাজিলের ‘নতুন রোনালদো’ জেসুস : আলভেস

ক্রীড়া ডেস্ক : ব্রাজিল দলের সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসকে প্রশংসায় ভাসিয়েছেন দানি আলভেস। তরুণ এই ফরোয়ার্ডকে ব্রাজিলের ‘নতুন রোনালদো’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। গত সপ্তাহে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলে জয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের অষ্টম গোল করেন জেসুস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তিনি দারুণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এরই মধ্যে সাত গোল করেছেন ২০ বছর বয়সি এই ফরোয়ার্ড। তার মধ্যে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর ছায়া দেখছেন আলভেস। এই তুলনা জেসুসের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মনে করেন পিএসজির ডিফেন্ডার। প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিতে যাওয়া আলভেস জেসুসকে নিয়ে বলেন, ‘আমি যখন তাকে নতুন রোনালদো বলে ডাকি, তখন কিন্তু মজা করি না। তাদের দুজনের আকাঙ্ক্ষা প্রায় একই।’ জেসুসের প্রশংসায় আলভেস আরো বলেন, ‘এরই মধ্যে সে দারুণ খেলোয়াড় এবং আরো ভালো খেলোয়াড় হবে। সে যা করেছে, যা কিছু সে অর্জন করেছে; সেখানে কোনো চাপ নেই। সে যা ভালোবাসে, তা-ই করছে।’ আলভেসের সঙ্গে সুর মিলিয়েছেন ব্রাজিল কোচ তিতেও, ‘জেসুসের মানের যেকোনো খেলোয়াড়ের পেছনে সত্যিই একটা দল দরকার। এই পর্যায়ের একজন অ্যাথলেট শুধু দলের সঙ্গেই আলো ছড়াতে পারে, এখানে আমরা সেটাই আশা করছি।’ তথ্যসূত্র : ফোর ফোর টু। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/পরাগ