খেলাধুলা

কুতিনহোকে বার্সায় দেখতে চান রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক : ফিলিপে কুতিনহোকে বার্সেলোনার জার্সিতে দেখতে চান ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহো। লিভারপুল প্লে-মেকার কাতালান ক্লাবটিতে দারুণভাবে মানিয়ে নিতে পারবেন বলে মনে করেন তিনি। সর্বশেষ দলবদলের মৌসুমে নেইমারের শূন্যস্থান পূরণের জন্য কুতিনহোকে দলে টানার চেষ্টা চালায় বার্সেলোনা। তবে তিন-তিনবার বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। পরে বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে দলে ভেড়ায় বার্সেলোনা। যদিও কুতিনহোকে পাওয়ার আশা এখনো ছাড়েনি বার্সেলোনা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ২৫ বছর বয়সি মিডফিল্ডারকে ন্যু ক্যাম্পে পেতে চায় তারা। এ জন্য লিভারপুলের সঙ্গে আলোচনা করতে এ মাসেই অ্যানফিল্ডে প্রতিনিধি পাঠাবে বাসা। ২০০৩ থেকে ২০০৮- বার্সেলোনায় দুর্দান্ত পাঁচটি বছর কাটানো রোনালদিনহো তার প্রাক্তন ক্লাবে কুতিনহোকে দেখলে খুশিই হবেন। রোনালদিনহো স্কাই স্পোর্টসকে বলেন, ‘যে জার্সি আমি অনেক বছর পরেছি তা এমন প্রতিভাবান একজন খেলোয়াড়কে পরতে দেখলে আমি অনেক খুশি হব।’ কুতিনহো বার্সায় দারুণভাবে মানিয়ে নিতে পারবেন বলেই বিশ্বাস রোনালদিনহোর, ‘আমার বিশ্বাস, সে যেভাবে খেলে তা বার্সেলোনার সঙ্গে পুরোপুরি মানায়। এমন মানের একজন খেলোয়াড়কে বার্সেলোনার জার্সি দেখতে পারাটা হবে আনন্দের।’ কুতিনহো যেভাবে খেলেন তা ব্রাজিলকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে বলেও মনে করেন ২০০২ বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়, ‘কুতিনহো যেভাবে খেলে তা আমি পছন্দ করি। এই ধরনের গুণগুলো ব্রাজিলকে আগামী বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে বলে আশা করি।’ মঙ্গলবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগে কথা বলেছেন রোনালদিনহো। গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তারাও বিশ্বকাপে ভালো করবে বলে মনে করেন ব্রাজিলিয়ান গ্রেট।  তথ্যসূত্র : ফোর ফোর টু, ডেইলি মেইল। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/পরাগ