খেলাধুলা

কুমিল্লায় দারুণ সময় কাটাচ্ছেন বাটলার

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে সময়টা দারুণ উপভোগ করছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে দলে টানতে কাড়ি কাড়ি অর্থ গুনতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সেই মোতাবেক পারফরম্যান্সও করছেন বাটলার। প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ২ রানের পর থেকে নিয়মিত রান করছেন। দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে করেন ৪৮ রান। আজ মিরপুরে আবার একই দলের বিপক্ষে করেন ৪৮ রান। মাঝে রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকায় ৫০ রানের ইনিংস উপহার দেন। সব মিলিয়ে ৪ ম্যাচে ১৪৪ রান করে দলের সাফল্যে বড় অবদান রেখেছেন বাটলার।

 

ব্যাট হাতে দারুণ সময় পাড় করা এ ক্রিকেটার মাঠের বাইরেও দারুণ সময় কাটাচ্ছেন। আজ কুমিল্লাকে তৃতীয় জয়ের স্বাদ দেওয়ার পর বাটলার বলেন,‘টি-টোয়েন্টি বেশ মজাদার খেলা। আমি এ ধরণের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ বেশ উপভোগ করি। এ ধরণের টুর্নামেন্টে বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ হয়। সংস্কৃতির আদান-প্রদান হয়।’ চিটাগংয়ের দেওয়া ১৪০ রানের লক্ষ্য ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে কুমিল্লা। তৃতীয় উইকেটে বাটলার ও ইমরুল ৫০ বলে ৭৪ রানের জুটি গড়েন। দলের জয় নিয়ে বাটলার বলেন,‘উড়ন্ত জয় ছিল। আমাদের বোলাররা মধ্য সময়ে দারুণ বল করেছে এবং ওই সময়ে প্রতিপক্ষরা রান করতে পারেনি। বোলাররা ইয়র্কার বল দারুণভাবে ব্যবহার করেছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল