খেলাধুলা

লা লিগায় ভিডিও রেফারি

ক্রীড়া ডেস্ক : লা লিগায় আগামী মৌসুম থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন লিগ সভাপতি হাভিয়ের তেবাস। এই নিয়মে রেফারির কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা মনে হলে মাঠের পাশে অবস্থান করা ভিডিও রেফারির কাছে যেতে পারবেন। ভিডিও রেফারি ফুটেজ দেখে পরামর্শ দেওয়ার পর রেফারি সিদ্ধান্ত নিতে পারবেন। ভিএআর প্রযুক্তি এ মৌসুমে ইতালিয়ান সিরি ‘আ’ ও জার্মান বুন্দেসলিগায় চালু করা হয়েছে। যদিও শুরুতেই এটি বিতর্কিত হয়েছে। সম্প্রতি ম্যাচের ফল ‘ম্যানুপুলেট’ করার অভিযোগে বুন্দেসলিগার ভিএআর প্রজেক্ট ম্যানেজারকে তার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি হুয়ান লায়েরা লা লিগায় ভিএআর প্রযুক্তি ব্যবহারের ইচ্ছার কথা গত অক্টোবরেই জানিয়েছিলেন। এবার লিগ সভাপতি তেবাস নিশ্চিত করলেন, ২০১৮-১৯ মৌসুমের শুরু থেকেই চালু হবে প্রযুক্তিটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তেবাস বলেছেন, ‘আগামী মৌসুম থেকে লা লিগায় ভিএআর থাকবে, এটা নিশ্চিত।’ আগামী ২৯ নভেম্বর ওয়ান্ডা মেট্রোপলিতানোতে কোপা ডেল রের শেষ বত্রিশের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও এলচের মধ্যকার ম্যাচ দিয়ে এটির পরীক্ষা শুরু হবে। তথ্যসূত্র : ফোর ফোর টু। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/পরাগ