খেলাধুলা

ফ্রান্সকে জিততে দিলেন না স্টিন্ডল

ক্রীড়া ডেস্ক : ২০১৬ ইউরোর সেমিফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। তারপর থেকে অপরাজেয় আছে জার্মানি। প্রায় দেড় বছর পর সেই ফ্রান্সই জার্মানদের অপরাজেয় যাত্রা থামানোর খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু ফ্রান্সকে জিততে দেননি লার্স স্টিন্ডল। তার শেষ মুহূর্তের গোলে প্রীতি ম্যাচটা ২-২ গোলে ড্র করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্সান্ডার লাকাজেত্তি। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল জার্মানির এক ডিফেন্ডারকে কাটানোর পর গোলরক্ষককে বোকা বানিয়ে বল দেন লাকাজেত্তিকে। ফাঁকা পোস্টে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি আর্সেনালের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান টিমো ভের্নার। ৭১ মিনিটে নিজের জোড়া গোলে আবার ফ্রান্সকে এগিয়ে দেন লাকেজেত্তি। কিন্তু যোগ করা সময়ে স্টিন্ডলের গোলে জয়বঞ্চিত হয় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকল আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করা জার্মানি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, ‘প্রথম ৪৫ মিনিট সবকিছু আমাদের আশা অনুযায়ী না হলেও দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। বিরতির সময় পিছিয়ে থাকলে সব সময়ই এটা হতে পারে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা যখন চাপ বাড়িয়েছিলাম তখন আমাদের সম্ভাবনা ছিল।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/পরাগ