খেলাধুলা

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও ভারতের উইকেট বিসর্জন

ক্রীড়া ডেস্ক : কলকাতা টেস্টে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম দিন খেলা হয়েছে মাত্র ১১.৫ ওভার। লাকমলের দাপুটে বোলিংয়ে ওই দিন ৩ উইকেট হারায় ভারত। আজ দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ২১.৫ ওভার। আজও লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ আরও দুই ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। দলীয় ৫০ রানের সময় পঞ্চম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ঘরের মাঠে টেস্টে ৫০ রানের নিচে ৫ উইকেট হারানের ঘটনা ভারতের গত ৭ বছরের মধ্যে এই প্রথম। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে এমটা হয়েছিল দলটির। গত ৩০ বছরে ৫০ এর নিচে ৫ উইকেট হারানের ঘটনা এটা ভারতের পঞ্চম। ইডেন গার্ডেনে প্রথম দিনে তিন উইকেটের পর আজ শুক্রবার আরও দুটি উইকেট হারিয়েছে কোহলির দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারতের তিন ব্যাটসম্যানকে গতকাল ফিরিয়ে দেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। ওপেনার লোকেশ রাহুল সাজঘরে ফেরার আগে কোনো রানই করতে পারেননি। আরেক ওপেনার শিখর ধাওয়ান করেন ৮ রান। অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে বিদায় নেন। গতকাল ৮ রানে অপরাজিত থাকা চেতশ্বর পূজারা আজ দ্বিতীয় দিন শেষেও ৪৭ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ৬ রানে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা। গতকাল শূন্য রানে অপরাজিত থাকার পর আজ ব্যক্তিগত ৪ রান করে সাজঘরের ফেরেন আজিঙ্কা রাহানে। তার সমান ৪ রান করেন রবিচন্দন অশ্বিন। গতকাল প্রথম দিনে ৬ ওভারে ৬ মেডেনে তিন উইকেট নেন লাকমল। আজ দ্বিতীয় দিনও তার বোলিংয়ের ধার কমেনি। নিজের করা ৪৬ ডেলিভারিতে কোনো রানই খরচ করেননি তিনি। তিনটি মেডেনসহ আজ ৫ ওভারে রান দিয়েছেন মাত্র ৫টি। আজ লাকমল উইকেট না পেলেও ৮ ওভারে ২৩ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন দাসুন সানাকা। রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/শামীম