খেলাধুলা

ভিসা থিং গলফ টুর্নামেন্ট ২৪ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের সর্ববৃহৎ ইকোরিসোর্ট এবং প্রাইভেট সেক্টরে বাংলাদেশ গলফ ফেডারেশনের একমাত্র সদস্য অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ভিসা থিং গলফ টুর্নামেন্ট ২০১৭। শনিবার রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে ভিসা থিং গলফ টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ ওবায়দুল হক, এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রশিদ। ইকবাল সোবাহান চৌধুরী বলেন, আমাদের দেশের গলফ ক্লাবগুলো সেনাবাহিনীর এলাকাগুলোর মধ্যে। কিন্তু এই প্রথম প্রাইভেট সেক্টরে গলফ ক্লাব তৈরি হয়েছে। তাও আবার ঢাকার বাইরে। আশা করছি এর মাধ্যমে দেশে গলফ সেক্টরের প্রসার আরো বাড়বে। এ ছাড়া এ সেক্টরের উন্নয়নে নীতিমালা তৈরি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটন খাতের উন্নয়নে কাজ করেছেন। পরবর্তীতে ২০১০ সালের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খাতে আরো সামনের দিকে নিয়ে যেতে কাজ করছে। আর আমরা পর্যটন শিল্পের মাধ্যমেই দেশকে বিশ্বের কাছে সুন্দরভাবে পরিচিত করতে পারব এবং এ খাতের উন্নয়ন দেশে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/নাসির/এসএন