খেলাধুলা

কলকাতা টেস্টের নাটাই শ্রীলঙ্কার হাতে

ক্রীড়া ডেস্ক : বৃষ্টি বিঘিœত কলকাতা টেস্টে সুবিধা করতে পারেনি ভারত। ৫ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে তারা। আজ শনিবার তৃতীয় দিনে বাকি পাঁচটি উইকেট হারিয়ে ৯৮ রান যোগ করে। তাতে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান। জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। ভারতের চেয়ে এখনো তারা ৭ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন দিনেশ চান্দিমাল (১৩) ও নিরোশান ডিকেভেলা (১৪)। তারা দুজন চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। শনিবার শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারায়। এ সময় ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন দিমুথ করুণারতেœ (৮)। ৩৪ রানের মাথায় বিদায় নেন অভিষিক্ত উদ্বোধনী ব্যাটসম্যান সাদিরা সামারাউইকরামা। ২২ বলে ২৩ রান করে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তৃতীয় উইকেট জুটিতে থ্রিমান্নে ও ম্যাথুস ৯৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দলীয় ১৩৩ রানের মাথায় ব্যক্তিগত ৫১ রানে উমেশ যাদবের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লাহিরু থ্রিমান্নে। ১৩৮ রানের মাথায় যাদবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ম্যাথুসও সাজঘরে ফেরেন। যাওয়ার আগে ৫২ রান করে যান তিনি। এরপর জুটি বেঁধে দিনের বাকি সময়টুকু পার করেন চান্দিমাল ও ডিকভেলা। কলকাতা টেস্টের নাটাই এখন শ্রীলঙ্কার হাতে হলেও ড্র-ই জুটতে পারে এই ম্যাচের ভাগ্যে। কারণ, টেস্টের বাকি মাত্র দুুইদিন। দুই দলের ইনিংস বাকি এখনো প্রায় তিনটি। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/আমিনুল