খেলাধুলা

উদ্বিগ্ন ছিলেন না সুয়ারেজ!

ক্রীড়া ডেস্ক : লুইস সুয়ারেজ বার্সেলোনার জার্সিতে যেন গোল করতেই ভুলে গিয়েছিলেন! অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন উরুগুয়ান স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৮ মিনিট পর গোল পেয়ে সুয়ারেজ জানালেন, গোলখরা নিয়ে নাকি তিনি উদ্বিগ্ন ছিলেন না! সুয়ারেজ সর্বশেষ গোল করেছিলেন ১৪ অক্টোবর, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ১-১ গোলে ড্র ম্যাচে। এরপর পাঁচ ম্যাচে গোলের দেখা পাননি। ২০১৪ সালে লিভারপুল থেকে স্পেনে পাড়ি জমানোর পর বার্সেলোনায় এত দীর্ঘ সময় গোলখরায় কাটেনি এই উরুগুয়ান স্ট্রাইকারের। শনিবার তিনি লা লিগায় লেগানেসের বিপক্ষে সেই খরা কাটালেন। তার জোড়া গোলেই লেগানেসকে ৩-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজেয়-যাত্রাটা টানা ১৭ ম্যাচে নিয়ে গেছে আর্নেস্তো ভালভার্দের দল। গোলখরা কাটানোর চেয়ে দলের জয়ই তৃপ্তি দিচ্ছে সুয়ারেজকে। ম্যাচের পর সুয়ারেজ বিন স্পোর্টসকে বলেন, ‘আমি আসলে উদ্বিগ্ন ছিলাম না। মূল বিষয় হচ্ছে দলকে জেতাতে সাহায্য করতে পেরে আমি ভালো অনুভব করছিলাম। আমার করা গোলেই আজ দল জিতেছে।’ দুই অর্ধে সুয়ারেজের দুই গোলের পর ম্যাচের একবারে শেষ মিনিটে বার্সেলোনার তৃতীয় গোলটা করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহো। তিন গোলে জিতলেও অভিযোগ উঠেছে, মেসি-সুয়ারেজরা তাদের সেরাটা দিচ্ছেন না। এ নিয়ে সুয়ারেজের ব্যাখ্যা, ‘প্রতিটি ম্যাচই আলাদা। আমরা জানি খেলাটা কোন দিকে যাচ্ছে। মূল বিষয় হচ্ছে জেতা। আমরা ভালো খেলার চেষ্টা করি। তবে সব সময় হয়তো সেটা সম্ভব না। আমরা তাতেই অভ্যস্ত।’ তথ্যসূত্র : ইএসপিএন। রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/পরাগ