খেলাধুলা

নাক ভেঙে গেছে রামোসের

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় সম্প্রতি দুঃসময়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকাদের ফর্মহীনতায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা। গতকাল মাদ্রিদ ডার্বিতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে রিয়াল। ওই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে গুরুতর চোট পেয়েছ্নে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ৩৫ মিনিটে ক্যাসেমিরোর ক্রসে হেডে গোল করতে গিয়েছিলেন রামোস। ওই সময় অ্যাটলেটিকো মাদ্রিদের লুকাস হার্নান্দেজ বল নিজের নিয়ন্ত্রণে আনতে গিয়ে সজোরে লাথি মেরে বসলেন সার্জিও রামোসের মুখে। মাটিতে লুটিয়ে পড়া রামোসের নাক থেকে তখন রক্ত ঝরতে থাকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধে খেললেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি স্প্যানিশ এ তারকা। ম্যাচ শেষে জানা গেছে হার্নান্দেজের আক্রমণে নাকের হাড়ে চিড় ধরেছে রামোসের। প্রাথমিকভাবে জানা গেছে রামোসের নাকের হারে চিড় ধরেছে। তবে পরীক্ষা নিরীক্ষার পর তার ইনজুরি নিয়ে বিস্তারিত জানা যাবে। অ্যাটলেটিকোর মাঠে শনিবার চোট পাওয়ার পর প্রথমার্ধে নাকে তুলা গুঁজে খেলা চালিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আর নামেনি রিয়াল অধিনায়ক রামোস।তাঁর বদলি হিসেবে নেমেছেন নাচো ফার্নানদেজ।  রামোসের নাকের ইনজুরি নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি ম্যাচে রয় মেকির সঙ্গে সংঘর্ষে নাকে একই ধরনের চোট পেয়েছিলেন রামোস। ওই সময় চোট পাওয়ার পর অপারেরেশন ছাড়াই তিন মাস খেলেছিলেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/শামীম