খেলাধুলা

দ্বিতীয় ইনিংসে চেনা রূপে ভারত

ক্রীড়া ডেস্ক : বৃষ্টি আর লঙ্কান পেস আক্রমণের সামনে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে স্বরূপে দেখা যায়নি ভারতকে। প্রথম ইনিংসে ধুঁকতে ধুঁকতে ১৭২ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। তবে ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসেই আসল চেহারায় দেখা গেল বিরাট কোহলির দলকে। ইডেন গার্ডেনে নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ ১ উইকেটের খরচায় ভারত রান তুলেছে ১৭১। প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ২৯৪ রানের পর স্বরূপে দেখা যাচ্ছে ভারতকে। বৃষ্টিবিঘ্নিত কলকাতা টেস্টে চতুর্থ দিন শেষে ৪৯ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরুতে দলকে ভলো অবস্থানে নিয়ে গেলেও আফসোস নিয়ে ফিরতে হয়েছে ভারতীয় ওপেনার ধাওয়ানকে। সেঞ্চুরির জন্য শেষ বিকেলে ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। ব্যক্তিগত ৯৪ রানের মাথায় ধাসুন সানাকার বলে নিরোশান ডিকভেলার হাতে ধরা পড়েন তিনি। ১১৬ বল মোকাবিলা করে ১১ চার ও ২ ছক্কায় এ ইনিংসটি সাজান ফর্মে থাকা ধাওয়ান। ধাওয়ান ফিরলেও তাকে সঙ্গ দেওয়া আরেক ওপেনার লোকেশ রাহুল দিন শেষ করেছেন ৭৩ রানে অপরাজিত থেকে। ১১৩ বলে ৮ বাউন্ডারিতে এ ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ২ রানে অপরাজিত রয়েছেন চেতশ্বর পূজারা। এর আগে ১৬৫ রানে ৪ উইকেটে চতুর্থ দিন শুরু কর শ্রীলঙ্কা অলআউট হয় ২৯৪ রানে। লঙ্কানদের হয়ে লাহিরু থিরিমান্নে ৫১, অ্যাঞ্জেলো ম্যাথুস ৫২ রান করেন। শেষ দিনে ৬৭ রান করেন রঙ্গনা হেরাথ। বল হাতে ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/শামীম