খেলাধুলা

হাথুরুসিংহেকে মিস করব : মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। তবে যতটুকু বোঝা যাচ্ছে তিনি আর বাংলাদেশ দলের দায়িত্বে ফিরছেন না। সেটা খেলোয়াড়রাও বুঝে ফেলেছেন। তাইতো কিছুদিন আগে মুশফিক বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। আজ মাহমুদউল্লাহ রিয়াদও প্রথমে মন্তব্য করতে চাননি। পরে অবশ্য বলেছেন তিনি হাথুরুসিংহেকে মিস করবেন। আজ সোমবার ইউএসএআইডি এর শুভেচ্ছাদূত হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এই মুহূর্তে তাকে নিয়ে কমেন্ট করা কঠিন। অবশ্যই তাকে মিস করব। আমার উন্নতির পিছনে উনার বড় একটা অবদান ছিল। অবশ্যই তাকে মিস করবো। উনি আমাদের জন্য যতটুকু ভালো কাজ করেছে সেটা স্বীকার করতেই হবে। আর একটা বিষয়ে টোটালি ডিস অ্যাগ্রি করি যে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে উনার সম্পর্ক ভালো ছিল না। আমার মনে হয় জিনিসটা ঠিক না। উনার সাথে সবার সম্পর্ক সব সময় ভাল ছিল। পরিবারে অনেক সময় অনেক কিছু শোন যায়। ওগুলোতে কান না দিয়ে আমাদের ক্রিকেটের বেটারমেন্টের যেটা ভালো ওটা করা ভাল। সব সময় উনি চেষ্টা করে এসেছেন। ইয়াং বলেন কিংবা সিনিয়র ক্রিকেটার বলেন। সব সময় আমাদের তরফ থেকে আমরা সাপোর্ট করে এসেছি। এটা সময়ের ব্যাপার। দেখা যাক আমরা সামনের সিরিজে কেমন করি।’ রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/আমিনুল