খেলাধুলা

ব্রিসবেনে ৩০২ রানে থামল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : মর্যাদার অ্যাশেজের প্রথম টেস্টের শুরুর দিনে বৃষ্টি আর আলো স্বল্পতায় খেলা হয়েছে ৮০.৩ ওভার। প্রথম দিনে ৪ উইকেটে ১৯৬ রান তুলেছে ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিনে সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩০২ রান করে সফরকারীরা। আজ দ্বিতীয় দিন হাফসেঞ্চুরির দেখা পান আগের দিনে ২৮ রানে অপরাজিত থাকা ডেভিড মালান। তবে শেষ দিকে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায় দলটির বোলাররা। গতকাল ৪ উইকেটের পর বাকি ছয় উইকেটে তুলতে ১০৬ রান খরচ করে অস্ট্রেলিয়ার বোলাররা।। ব্রিসবেনে আজ ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন মালান। ৫৬ রান করে তিনি মিচেল স্টার্কের বলে বিদায় নেন। পঞ্চম উইকেট জুটিতে তার সঙ্গে ৮৩ রানের জুটি গড়া মঈন আলী ৩৮ রানে নাথান লিওনের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। শেষ দিকে স্টুয়ার্ট ব্রডের ২০ ও জ্যাক বলের ১৪ রানের ইনিংসে ভর করে তিনশ রানের কোটা পার করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি উইকেট তুলে নেন স্পিনার নাথান লিওন। জস হ্যাজেলউড একটি উইকেট নিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/শামীম