খেলাধুলা

বিয়ে করলেন ভুবনেশ্বর

ক্রীড়া ডেস্ক: বৃহস্পতিবার বিয়ে করলেন ভারতীয় ক্রিকেট দলের পেসার ভুবনেশ্বর কুমার। দীর্ঘদিনের বান্ধবী নুপুর নাগারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় এ তারকা ক্রিকেটার। গ্রামের বাড়ি মিরাঠে বিয়ের কাজটি সম্পন্ন করেন ভুবনেশ্বর। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথমটিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ভুবনেশ্বর। ইডেন গার্ডেনে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ে সেরা পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে তার হাতে। বিয়ে উপলক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুই টেস্টে তাকে ছুটি দেওয়া হয়েছে। গতকাল বিকেলে দুই পরিবারের আত্মীয়-পরিজনদের সামনে বিয়ের বন্ধনে জড়ান ভুবি। ২৬ বছর বয়সী নুপুরের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে। আগামী ২৬ ডিসেম্বর রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে সেখানে। এরপর আগামী ৩০ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আরও একটি রিসেপশনের ব্যবস্থা করেছেন ২৭ বছর বয়সী ভুবেনেশ্বর। ওই সময় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দিল্লিতে অবস্থান করবেন। আশা করা হচ্ছে ভুবনেশ্বরের বিয়ের ওই অনুষ্ঠানে যোগ দেবেন কোহলি-ধাওয়ান-রাহানেরা। রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/শামীম