খেলাধুলা

বাদ পড়া ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ও ভারত সফরের টেস্ট দলে থাকলেও অ্যাশেজের প্রথম দুই টেস্টের অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন। বাদ পড়া সেই গ্লেন ম্যাক্সওয়েল শেফিল্ড শিল্ডের ম্যাচে করলেন দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। বিস্ফোরক এই ব্যাটসম্যান ২৬০ বলে ২১৩ রানে অপরাজিত আছেন। শেফিল্ড শিল্ডের প্রথম তিন রাউন্ডকে বিবেচনা করা হয়েছিল অ্যাশেজ দল নির্বাচনের ‘ট্রায়াল’ হিসেবে। যেখানে ম্যাক্সওয়েল করেছিলেন দুটি ফিফটি, একটি ৪৫ রানের ইনিংস। তার এই পারফরম্যান্স যদিও অস্ট্রেলিয়ার নির্বাচকদের মুগ্ধ করতে পারেনি। অ্যাশেজের অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলের জায়গাটা নিয়ে নেন শন মার্শ। অবশ্য ব্রিসবেনে প্রথম টেস্ট শুরুর আগে ডেভিড ওয়ার্নার ও মার্শের চোটে ‘বিকল্প’ হিসেবে ম্যাক্সওয়েলকে দলে ডাকা হয়েছিল। তবে দুজনই ফিট হওয়ায় তাকে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে পাঠায় অস্ট্রেলিয়া। আর ব্রিসবেনে ইংল্যান্ডের বোলারদের সামনে অস্ট্রেলিয়ার টপ অর্ডার যখন ধুঁকছে, ম্যাক্সওয়েল সিডনিতে আলো ছড়ালেন ভিক্টোরিয়ার হয়ে।

শুক্রবার ম্যাচের প্রথম দিন ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে এসেছিলেন ইনিংসের সপ্তম ওভারে, দলের ১৭ রানে মার্কাস হ্যারিসের বিদায়ের পরে। সেখান থেকে পুরো দিনই নিউ সাউথ ওয়েলসের বোলারদের ভুগিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ম্যাক্সওয়েল সেঞ্চুরি পূর্ণ করেন ১১৩ বলে। দ্বিতীয় উইকেটে ট্রাভিস ডিনের সঙ্গে গড়েন ১৬২ রানের জুটি, যেখানে ম্যাক্সওয়েলের অবদানই ১১৫। এ জুটি ভাঙার পর তিনি অ্যারন ফিঞ্চকে সঙ্গে নিয়ে ২৯.৫ ওভারে ১৪৮ রানের আরেকটি বড় জুটি গড়েন। ফিঞ্চ আউট হয়েছেন ৯৬ বলে ৭৬ করে। ক্যামেরন হোয়াইটকে (২৪*) সঙ্গে নিয়ে দিন শেষ করেছেন ম্যাক্সওয়েল। তার ২১৩ রানের ইনিংসে ২৭টি চারের সঙ্গে ছক্কা ৩টি। কে জানে, এই ডাবল সেঞ্চুরিই হয়তো ম্যাক্সওয়েলের জন্য অ্যাশেজের দরজা খুলে দিতে পারে! ম্যাক্সওয়েলেরও তেমনই প্রত্যাশা। তবে কারও বাজে পারফরম্যান্স কিংবা চোট তার জন্য সুযোগ তৈরি করে দিক, সেটা চান না। ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমি আশা করছি, অ্যাশেজের কোনো একটা অংশে আমি খেলব। তবে এটা সম্ভব যদি কেউ বাদ পড়ে কিংবা চোট পায় এবং কারও ক্ষেত্রে এটা হোক, তা আমি চাই না।’ তবে দলে জায়গা পেলে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ম্যাক্সওয়েল, ‘যদি আমি দলে জায়গা পাই, আশা করি এই মুহূর্তে যা করছি, সেটার পুনরাবৃত্তি সর্বোচ্চ পর্যায়েও করতে পারব।’ তথ্যসূত্র : ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া। রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/পরাগ