খেলাধুলা

চট্টগ্রামে ঝড় তুললেন সিকান্দার রাজা

ক্রীড়া ডেস্ক : বিপিএলে আজ ঘরের মাঠে সিলেট সিক্সার্সের মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তোলে তারা। আর এটা সম্ভব হয়েছে চিটাগং ভাইকিংসের জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজার ব্যাটিং তা-বে। ৭.১ ওভারের সময় দলীয় ৬৫ রানের মাথায় তৃতীয় উইকেট হারা চিটাগং ভাইকিংস। এরপর মাঠে নামেন রাজা। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি। উইকেটের চারিপাশে হাঁকাতে থাকেন বাউন্ডারি, ওভার বাউন্ডারি। রীতিমতো ঝড় তোলেন। ১৯.২ সময় তিনি যখন আউট হন তখন তার নামের পাশে জ্বল জ্বল করছে ৯৫টি রান। যা তিনি করেছেন মাত্র ৪৫ বলে। ৯টি চারের পাশাপাশি ৬টি ছক্কার মারও ছিল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা রাজার সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, বিপিএলের চলতি আসরে এটা সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসও। তার এই ঝড়ো ইনিংসে ভর করে বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ পায় চিটাগং ভাইকিংস। রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/আমিনুল