খেলাধুলা

অ্যাডিলেডে মঈনকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি অ্যাশেজ সিরিজে খেলতে পারছেন না ফর্মে থাকা ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। তাকে ছাড়া প্রথম টেস্টে খেলতে নেমে ব্রিসবেনে ১০ উইকেটের লজ্জায় ডুবেছে সফরকারী ইংল্যান্ড। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আরেক অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আঙ্গুলে চোট থাকায় দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তর্জনীর চোট থেকে সেরে উঠতে রীতিমত সংগ্রাম করছেন মঈন আলী। প্রথম টেস্টে গ্যাবাতে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। এবার দ্বিতীয় টেস্টে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মঈনের ইনজুরি নিয়ে আজ শুক্রবার অ্যাডিলেডে সাংবাদিকদের রুট জানান, ‘অনুশীলন সেশেনের পর তার অবস্থা বিবেচনা করবো আমরা। তার আঙ্গুলের অবস্থার অবনতি দেখলে আমরা বিকল্প সিদ্ধান্ত নেব।’ আঙ্গুলের চোটের জন্য বোলিংয়েই বেশি সমস্যা মঈন আলীর। তবে তার দক্ষ ও নির্ভরযোগ্য ব্যাটিংটা খুব দরকার ইংল্যান্ড দলের জন্য। তাই শুধু ব্যাটিংয়ের জন্য হলেও মঈন আলীকে বিবেচনা করতে পারে সফরকারী ইংল্যান্ড। এ প্রসঙ্গে রুট বলেন, ‘দীর্ঘদিন ধরে তার ব্যাটিং আমাদের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আমি মনে করি অন্তত ব্যাটিংয়ে খেলানো যেতে পারে তাকে। সে ওপরের সারির একজন ব্যাটসম্যান।বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার জন্য তার মাঝে সম্ভাবনা রয়েছে। আমরা মঈনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করব।’ আগামীকাল ২ ডিসেম্বর দিবারাত্রির  টেস্টে ইংল্যান্ডকে অ্যাডিলেড ওভালে স্বাগত জানাবে স্বাগতিক অস্ট্রেলিয়া। রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৭/শামীম