খেলাধুলা

বরখাস্ত হলেন ডর্টমুন্ডের কোচ বশ

ক্রীড়া ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড ধুঁকছে। জয়হীন আছে টানা আট ম্যাচে। চাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেছে। এরই খেসারত দিতে হলো প্রধান কোচ পিটার বশকে। মৌসুমের মাঝপথেই বরখাস্ত হলেন এই ডাচ কোচ৷ তার জায়গায় বাকি মৌসুমের জন্য দায়িত্ব পালন করবেন পিটার স্টোজার। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ডর্টমুন্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম সাত ম্যাচের ছয়টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বশের দল। কিন্তু পরের আট ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। এর মধ্যে পাঁচটিতেই হার সঙ্গী করেছে, তিনটি ড্র হয়েছে। সর্বশেষ শনিবার ঘরের মাঠে ভের্ডার ব্রিমেনের কাছে ২-১ গোলে হারে ডর্টমুন্ড। এর আগের হোম ম্যাচে শালকের সঙ্গে ম্যাচের ২৫ মিনিটেরর মধ্যে চার গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র করে। এরপরই মূলত চাপ বেড়ে যায় বশের ওপর। রোববার বশকে বরখাস্ত করার কথা জানায় ডর্টমুন্ড। দায়িত্ব নেওয়ার সাত মাস পরই চাকরি হারালেন ৫৪ বছর বয়সি এই ডাচ কোচ। বাকি মৌসুমের জন্য নতুন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া স্টোজার এর আগে কোলনের কোচ ছিলেন। এ মৌসুমে লিগে কোলন প্রথম ১৪ ম্যাচের একটিতেও জিততে না পারায় গত সপ্তাহে তাকে বরখাস্ত করে ক্লাবটি। গত মৌসুমে অবশ্য তার অধীনে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছিল কোলন। রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/পরাগ