খেলাধুলা

হাথুরুসিংহের মন্তব্যে প্রতিক্রিয়া নেই সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ এমনিতেই ছিল অগ্নিপরীক্ষা| সাকিব আল হাসান না থাকায় পরীক্ষায় পাস মার্কও তুলতে পারেনি বাংলাদেশ! ক্লান্তি ঘোচাতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বিশ্রাম চেয়েছিলেন। বোর্ডও তার আবেদন মঞ্জুর করে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কিংবা সফর চলাকালীন সময়ে সাকিবের অনুপস্থিতি নিয়ে কোনো মন্তব্য না করলেও বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর এ বিষয়ে মুখ খোলেন পদত্যাগ করা কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানান, সাকিবের অনুপস্থিতি মানতে পারেননি হাথুরুসিংহে। এ ছাড়া খেলোয়াড়দের মানসিকতা এবং দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন হাথুরুসিংহে! বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের কাছ থেকে বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়েছিল আজ। ঢাকা ডায়নামাইটসের জার্সিতে অনুশীলনে নামার আগে সাকিব হাথুরুসিংহের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি। সাকিব বলেন, ‘কোনো প্রতিক্রিয়া নেই। এটা একেকজনের ব্যক্তিগত কথা। এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না।’ রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ