খেলাধুলা

আমরা পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের মতো খেলেছি : তামিম

ক্রীড়া প্রতিবেদক : গ্রুপপর্বের সেরা দল নেই বিপিএলের ফাইনালে। দুটি বাজে দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপার স্বপ্ন ভেঙে দিয়েছে। ঢাকার কাছে ৯৫ রানের হারের পর আজ রংপুরের কাছে ৩৬ রানে হেরেছে তামিম ইকবালের কুমিল্লা।  মিরপুরে আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ার শেষে গণমাধ্যামের সামনে আসেন কুমিল্লার অধিনায়ক তামিম। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তারই চুম্বক অংশ তুলে ধরা হল :  প্রশ্ন : অনেক আগে  কোয়ালিফায়ার নিশ্চিত হওয়ার পর এভাবে হেরে যাওয়া কতটুকু অস্বস্তির? তামিম ইকবাল : এটা ক্রিকেটে হয়। এমন না যে কুমিল্লার সঙ্গেই প্রথম হলো। আমার কাছে একটাই খারাপ লাগে যে, পুরো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়নের মতো খেললাম। কিন্তু আসল সময়ে আমাদের দুটি খারাপ দিন গেল। প্রশ্ন : আজকের ম্যাচে কি হল? তামিম ইকবাল : আজকের খেলা নিয়ে যদি বলি আমরা খারাপ বল করেছি। ওদের ব্যাটসম্যানদের প্রতি ক্রেডিট দিতে হবে। তারা দুর্দান্ত খেলেছে। এবং আমরা যেভাবে শুরু করেছিলাম আমার মনে হয় আমরা ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম।  উদানার ওভারে  রান নিতে পারিনি। ওখানে যদি ১৫ রান করতাম তাহলে হয়ত সুযোগ থাকত। এটাই বলব তারা ভালো খেলেছে, ক্রেডিট তাদেরই প্রাপ্য। প্রশ্ন : রশীদ খানকে কতুটুক মিস করেছেন? তামিম ইকবাল : অবশ্যই রশিদ খান, সুনিল নারিন এরা ব্যবধান গড়ে দেয়। ও ছাড়াও আমরা ম্যাচ জিতেছি। একই প্রতিপক্ষের সঙ্গেই জিতেছি। ও থাকলে অবশ্যই প্লাস পয়েন্ট হতো। আজ জিতলে ও হয়তবা ফাইনালে আসত। এমন একটা কথাবার্তা চলছিল। এখন যখন নাই কিছুতো বলার নেই। প্রশ্ন : রংপুর তো প্রায় ‘খুড়িয়ে খুড়িয়ে’ এসে শেষ দিকে বাজিমাত করল? তামিম ইকবাল :  হ্যাঁ...অনেক স্ট্রাগল করেছে।  আমি সব সময় এই দলগুলোকে ভয় পাই। আমার মনে হয় যে এই টিমগুলোর সঙ্গে ভাগ্যটা সব সময় কাজে দেয়। এমনকি তাদের সুপারস্টাররা যে সব ম্যাচে পারফর্ম করল না, সেসব ম্যাচও তারা কোনভাবে জিতে নিয়েছে। এবং মাশরাফি ভাই যেভাবে লিড দিয়েছে…আসলে তাদের ক্রেডিট দিতেই হয়।  নকআউট স্টেজে ওদের দুই সুপারস্টার একাই ব্যবধান গড়ে ফেলেছে। শেষ ম্যাচে গেইল, আজ ব্রেন্ডন ও চার্লস। তারা যেভাবে খেলছে এটা ক্রিকেটের জন্য ভালো, বিপিএলের জন্য ভালো।’ প্রশ্ন : শুরু থেকে দুর্দান্ত খেললেন। দুটা ম্যাচে খারাপ। কুমিল্লার পুরো জার্নিটা কিভাবে দেখছেন? তামিম ইকবাল : পুরো টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে আমরা চ্যাম্পিয়নদের মতো খেলেছি। এতগুলো দলের মধ্যে আমাদের দল এমন ছিল যে, যেখানে স্থানীয় খেলোয়াড়রা ভালোভাবে পারফর্ম করেছে। মেহেদী দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছে, সাইফ উদ্দিনের ভাল টুর্নামেন্ট গেছে, লিটন দুই-একটা ভাল ইনিংস খেলেছে, ইমরুল কিছু ভাল ইনিংস খেলেছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। সম্ভব ছিল ফাইনাল খেলা। কিন্তু হয়নি। মালিকরা যেভাবে সাপোর্ট করেছে… যখন যা চেয়েছি তাই পেয়েছি। সব কিছুতেই। তাদের নিয়ে কোন অভিযোগ নেই।

প্রশ্ন : আর আপনাদের কোচ… তামিম ইকবাল : আমি বলব, হি ইজ বেস্ট কোচ বাই ফার।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল