খেলাধুলা

ছেলেরা শিরোপার জন্য ক্ষুধার্ত ছিল : গেইল

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন, আগে কি করেছি সেটা বিষয় না। সঠিক সময়ে সেরাটা দেওয়া গুরুত্বপূর্ণ।’ শেষ তিন দিনে সঠিক সময়ে সেরাটাই দিল রংপুর রাইডার্স। তাই তাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট।  ১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয়। পয়েন্ট টেবিলের চারে থেকে সেরা চার নিশ্চিত করা রংপুর রাইডার্স জিতেছে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা। এলিমিনেটর ম্যাচে খুলনাকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় কোলিফাইয়ারে কুমিল্লার বিপক্ষে লড়াই করে জয় পায় রংপুর। ফাইনালে এসে পুরোই পাল্টে গেল মাশরাফির দল। রংপুর শেষটা রাঙিয়ে দিল আরও সহজেই।  বলার অপেক্ষা রাখে না দলের সবথেকে বড় তারকা ক্রিস গেইল পাল্টে দিয়েছে রংপুরের ভাগ্য। দুই ম্যাচে দুই সেঞ্চুরি গেইলের ব্যাটে। এক ম্যাচে সেঞ্চুরি করেছেন স্বদেশী জনাথন চার্লস। ‘বড় ম্যাচের বড় তারকারা’ সঠিক সময়ে করেছেন সঠিক কাজ। নিজেদের কাজটা করতে পেরে খুশি ক্রিস গেইলও, ‘আমি বেশ কিছু সময়ে ভালো শুরু পাচ্ছিলাম। কিন্তু সেটা বড় করতে পারিনি। সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছিল। ওই সময়ে হয়নি। কিন্তু সঠিক সময়ে হল। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে সঠিক সময়ে সেরাটা দেওয়া গুরুত্বপূর্ণ। ছেলেরা ভালো সময়ে নিজেদের ফর্ম ফিরে পেয়েছে। মাশরাফি দারুণভাবে দলটিকে নেতৃত্ব দিয়েছে। বোলাররা ভালো করেছে। ছেলেরা সবাই শিরোপার জন্য ক্ষুধার্ত ছিল।’ ৮ ম্যাচে সর্বোচ্চ রান মাত্র ৫১। নামের পাশে আর একটি মাত্র হাফসেঞ্চুরি। এমন পরিসংখ্যান ক্রিস গেইলের নামের পাশে বেমানান! তিন ম্যাচে রান ১৪৬, ৩ ও ১২৬ । ৪৮৫ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন। পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ রান তারই।  ‘আজ বড় ম্যাচ ছিল এবং মঞ্চটাও বড় ছিল। সত্যি বলতে ফাইনালের মতো জায়গায় সেঞ্চুরি পাওয়া…অবশ্যই নিজেকে ধন্যবাদ দিতে হবে। পিছনের কথা ভুলে সামনে এগিয়ে যাওয়া দারুণ কিছু। এটা দলগত অর্জন। এজন্য এই সেঞ্চুরিটা আমার কাছে বিশেষ কিছু। আমার খুবই ভালো লাগছে যে আমরা টপে এসেছি।’ – যোগ করেন গেইল।    রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল