খেলাধুলা

তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন রোহিত

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির বিশ্রামের কারণে ভারতীয় দলে অধিনায়কের দায়িত্বটা সাময়িকের জন্য পেয়েছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে লজ্জাজনকভাবে হারে ভারত। তবে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত। ওয়ানডে ক্যারিয়ারে এটি রোহিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি। ভারতের হয়ে আজ সেঞ্চুরির মধ্য দিয়ে ওপেনার হিসেবে বীরেন্দর শেবাগকে (১৪) ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মা। মোহালিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৯২ রান করে ভারত। এর মধ্যে ওপেনিংয়ে নেমে ২০৮ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেব এই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান রোহিত। তার ২০৮ রানের অপরাজিত ইংনিসটি ১৫৩ বলে ১৩ চার ও ১২ ছক্কায় সাজানো ছিল। ওয়ানডেতে মোট ডাবল সেঞ্চুরির সংখ্যা ৭টি। এর মধ্যে একাই তিনটি করেন ভারতীয় এ ওপেনার। ওপেনার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এবার ৬টি সেঞ্চুরি পেলেন রোহিত। ১৯৯৮ সালে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি নিয়ে এ তালিকায় শীর্ষে শচীন টেন্ডুলকার। রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৭/শামীম