খেলাধুলা

পার্থেই ৩৩-৩২ করে ফেলবে অস্ট্রেলিয়া?

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে আদি দ্বৈরথ অ্যাশেজ সিরিজ। ১৩৫ বছরের এই দ্বৈরথে এখন ৩২-৩২ সমতা। মানে ইংল্যান্ড জিতেছে ৩২টি সিরিজ। সমানসংখ্যক সিরিজ জিতেছে অস্ট্রেলিয়াও। পার্থে আগামী পাঁচ দিনে এটি ৩৩-৩২ করে ফেলার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। বৃহস্পতিবার পার্থে অ্যাশেজের তৃতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়। পার্থের ওয়াকায় এটি হতে যাচ্ছে অ্যাশেজের শেষ টেস্ট। পার্থে নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। আগামী মাসে এই দুই দলের ওয়ানডে দিয়েই নতুন স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। ২০২১ সালে ইংল্যান্ড যখন তাদের পরবর্তী অস্ট্রেলিয়া সফরে যাবে, এই মাঠেই হবে অ্যাশেজ টেস্ট। ওয়াকায় ইংল্যান্ডের রেকর্ড মোটেই ভালো নয়। ১৩ টেস্টে জয় মাত্র একটি। হেরেছে ৯টিতে। একমাত্র জয়টি সেই ১৯৭৮ সালে। ১৯৮৬ সালের পর এই মাঠে হার এড়াতে পারেনি ইংল্যান্ড। সর্বশেষ পাঁচ ম্যাচেই ইংলিশরা হেরেছে বিশাল ব্যবধানে। অ্যাডিলেডে আগের টেস্টের একাদশ নিয়েই পার্থে নামবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার একাদশ জানা যাবে ম্যাচের দিন সকালে। ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের জায়গায় একাদশে ঢুকতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/পরাগ