খেলাধুলা

বাবার মৃত্যুতে ওয়ানডে সিরিজে নেই গ্র্যান্ডহোম

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে ছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। তবে বাবার সদ্য মৃত্যুতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কিউই এ অলরাউন্ডার। তার পরিবর্তে ওযেস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডগ ব্রেসওয়েল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহারের পর ঠিক কবে ফিরবেন গ্র্যান্ডহোম তা নিশ্চিত করেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি আগামী ২০ নভেম্বর কোবহাম ওভালে খেলবে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ে মারা যান গ্র্যান্ডহোমের বাবা লরেন্স (৬১)। এক সময় জিম্বাবুয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। গ্র্যান্ডহোমের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন গ্র্যান্ডহোম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৭৪ বলে ১০৫ রানের ইনিংস খেলে নিজের ফর্মের কথা জানান দিয়েছেন তিনি। এরপর হ্যামিল্টন টেস্টেও ফিফটির দেখা পেয়েছেন কিউই এ অলরাউন্ডার।

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/শামীম