খেলাধুলা

৭৯ বছরের রেকর্ড ভাঙলেন মালান-বেয়ারস্টো

ক্রীড়া ডেস্ক : ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে পার্থ টেস্টে প্রথম ইনিংসে চারশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। পঞ্চম উইকেটে এই দুজন গড়েছেন ২৩৭ রানের বড় জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পঞ্চম উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি এটিই। মালান-বেয়ারস্টো জুটি ভেঙেছেন ৭৯ বছরের পুরোনো রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে মাত্র একবারই পঞ্চম উইকেটে দুইশ রানের জুটি পেয়েছিল ইংল্যান্ড। ১৯৩৮ সালে ট্রেন্ট ব্রিজে ডেনিস কম্পটন ও এডি পেইন্টারের সেই জুটিটা ছিল ২০৬ রানের। সব মিলিয়ে এটি ইংল্যান্ডের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ রানের পঞ্চম উইকেট জুটি (২৩৭)। আর সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটা কেইথ ফ্লেচার ও টনি গ্রেইগের, ১৯৭৩ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে পঞ্চম উইকেটে ২৫৪ রানের জুটি গড়েছিলেন এই দুজন। পার্থ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছে ৪০৩ রান। ২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্টের প্রথম ইনিংসে চারশ বা এর বেশি রান করল ইংল্যান্ড।

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/পরাগ