খেলাধুলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ তে বাংলাদেশ নারী ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক : ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ১৯২ তে অবস্থান করছে। যেহেতু বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, সেহেতু র‌্যাঙ্কিংটা ২০০ ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। পুরুষের ফুটবলে যখন হতাশাজনক খবর তখন আশা জাগাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। মেয়েদের সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দল ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০০তম স্থানে! যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র‌্যাঙ্কিং। অবশ্য এর আগে ২০১৩ সালে আরো একবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ তে উঠে এসেছিল সাবিনা-কৃষ্ণারা। চলতি বছরের মার্চে বাংলাদেশের র‌্যাঙ্কিং ছিল ১০৩। সেপ্টেম্বরে ছিল ১০৬। আর ডিসেম্বরে এসে বাংলাদেশ নারী ফুটবল দল উঠে এসেছে ১০০ তে। বাংলাদেশের পয়েন্ট ১০০৩।  ২১১৪ পয়েন্ট নিয়ে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র্র। ২০৫২ পয়েন্ট নিয়ে জার্মানির মেয়েরা রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ড তৃতীয় (২০৩৩), অস্ট্রেলিয়া চতুর্থ (২০৩০) আর কানাডা পঞ্চম (২০২৩)। অস্ট্রেলিয়ার পর এশিয়ার মধ্যে ভালো অবস্থানে রয়েছে জাপান। ১৯৬৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে নবম স্থানে। পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মেয়েরা রয়েছে ৪৪তম স্থানে। ভারত রয়েছে ৫৭তে। 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/আমিনুল