খেলাধুলা

জাতীয় মহিলা হ্যান্ডবলে বিজেএমসি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘এক্সিম ব্যাংক ২৮তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৭’ তে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। আর রানার্স-আপ হয়েছে বাংলাদেশ আনসার। আজ শুক্রবার ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজেএমসি ৩২-২১ গোলে বাংলাদেশ আনসার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে ডালিয়া ৯টি ও খালেদা ৬টি গোল করেন। আনসারের হয়ে ইসমত আরা ৮টি গোল করে। প্রতিযোগিতায়  বিজেএমসি দলের ৬নং জার্সিধারী ডালিয়া আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব দল ২২-১৩ গোলে পঞ্চগড় জেলা দলকে পরাজিত করে তৃতীয় হয়। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৬ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে –সাঈদা ১০টি ও রুবিনা ৭টি গোল করেন এবং বিজিত দলের  পক্ষে রেখা ৪টি গোল করেন। রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৭/আমিনুল