খেলাধুলা

দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ছুঁলেন রোহিত

ক্রীড়া ডেস্ক :। এর মধ্যেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। ইন্দোরে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার রোহিত। গত ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মিলারও ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। রোহিত এদিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। রানের খাতাই খোলেন ইনিংসের তৃতীয় বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে চার হাঁকিয়ে। নবম ওভারে আসেলা গুনারত্নের টানা চার বলে দুটি করে ছক্কা ও চার হাঁকানোর পথে রোহিত ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। পরের ১২ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক! আগের ওভারে থিসারা পেরেরাকে চারটি ছক্কা হাঁকিয়ে পৌঁছে গিয়েছিলেন ৯৭ রানে, ৩৪ বলে। পরের ওভারে স্ট্রাইক পেয়ে ম্যাথুসের বল কাভার দিয়ে চার হাঁকিয়ে রোহিত স্পর্শ করেন দ্রুততম সেঞ্চুরি বিশ্ব রেকর্ড। ইনিংসের তখনো বাকি প্রায় ৮.৪ ওভার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত করেছিলেন ডাবল সেঞ্চুরি। এবার টি-টোয়েন্টিতেও ডাবল করে ফেলেন কি না, তখন চলছিল সেই আলোচনা। যদিও সেই আলোচনা থেমে গেছে পরের ওভারেই। দুসমন্থ চামিরার প্রথম তিন বলে রোহিত মেরেছিলেন একটি চার ও দুটি ছক্কা। চতুর্থ বলটা চামিরা দেন স্লোয়ার বাউন্সার। সেই বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। মাত্র ৪৩ বলে ১২ চার ও ১০ ছক্কায় ১১৮ রানের টর্নেডো ইনিংস খেলেন ভারতীয় ওপেনার। রোহিতের ১০ ছক্কা এক ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ। রোহিত ছাড়িয়ে গেছেন যুবরাজ সিংকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ ছক্কা মেরেছিলেন ৭টি।  তিন ফরম্যাট মিলে এ বছর রোহিতের ছক্কা হলো ৬৪টি, যা এক পঞ্জিকাবর্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। । ২০১৫ সালে ডি ভিলিয়ার্স ছক্কা হাঁকিয়েছিলেন ৬৩টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি

খেলোয়াড়

বল

প্রতিপক্ষ

ভেন্যু

তারিখ

রোহিত শর্মা (ভারত)

৩৫

শ্রীলঙ্কা

ইন্দোর

২২ ডিসেম্বর, ২০১৭

ডেভিড মিলার (দ. আফ্রিকা)

৩৫

বাংলাদেশ

পচেফস্ট্রুম

২৯ অক্টোবর, ২০১৭

রিচার্ড লেভি (দ. আফ্রিকা

৪৫

নিউজিল্যান্ড

হ্যামিল্টন

১৯ ফেব্রুয়ারি, ২০১২

ফাফ ডু প্লেসি (দ. আফ্রিকা

৪৬

উইন্ডিজ

জোহানেসবার্গ

১১ জানুয়ারি, ২০১৫

লোকেশ রাহুল (ভারত)

৪৬

উইন্ডিজ

লডারহিল

২৭ আগস্ট, ২০১৬

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

৪৭

ইংল্যান্ড

সাউদাম্পটন

২৯ আগস্ট, ২০১৩

ক্রিস গেইল (উইন্ডিজ)

৪৭

ইংল্যান্ড

মুম্বাই

১৬ মার্চ, ২০১৬

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৭/পরাগ