খেলাধুলা

ঢাকা আবাহনীর জয়, চট্টগ্রাম আবাহনীর ড্র

ক্রীড়া প্রতিবেদক : বিরতির পর আজ মঙ্গলবার থেকে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আজ দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। এই ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। দিনের অপর ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে চট্টগ্রামের দলটি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে প্রথমেই ভড়কে দেয় মুক্তিযোদ্ধা। ১৭ মিনিটে মুক্তিযোদ্ধার তৌহিদ গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লাল রঙের জার্সিধারীরা। বিরতির পর ৬৭ মিনিটে সমতায় ফেরে আবাহনী। এ সময় এমেকা ডার্লিংটন গোল করে দলকে সমতায় ফেরান। আর যোগ করা সময়ে সানডে সিজোবা গোল করে আবাহনীকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন। লিগে এটা ঢাকা আবাহনীর টানা সপ্তম জয়। এই জয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন শঙ্কায় রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

 

এদিকে দিনের অপর ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। এ সময় তৌহিদুল আলম গোল করে লিড এনে দেন দলকে। তবে ৮৯ মিনিটে ব্রাদার্সের সিও জুনাপিও গোল করে সমতায় ফেরান দলকে। শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর পয়েন্টে ভাগ বসিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচ থেকে ব্রাদার্সের সংগ্রহ ১৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা রয়েছে অষ্টম স্থানে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৭/আমিনুল