খেলাধুলা

জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতা শনিবার শুরু

ক্রীড়া প্রতিবেদক : ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে জাতীয় ব্যুত্থান প্রতিযোগিতা-২০১৭। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা রোববার শেষ হবে। এবারের প্রতিযোগিতায় পাঁচটি ওজন শ্রেণিতে সারাদেশ থেকে শতাধিক অ্যাথলেট অংশ নেবেন। ব্যুত্থান হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশি মার্শাল আর্ট সিস্টেম। বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ব্যুত্থান ফেডারেশন আমেরিকার সদস্য। ২০১৩ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের তালিকাভুক্ত ক্রীড়া সংগঠন হিসেবে অধীভুক্ত হয়।  আশির দশকে ব্যুত্থানের পথচলা শুরু হয় এবং ১৯৮৩ সালে বাংলাদেশে প্রথম ব্যুত্থান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালেশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ব্যুত্থান বাংলাদেশী মার্শাল আর্ট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। উল্লেখ্য, ব্যুত্থান উপমহাদেশের ঐতিহ্যভিত্তিক বাংলাদেশের আত্মরক্ষামূলক ক্রীড়া। বিশ্ব রেকর্ডধারী গ্র্যান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনি (সুপারহিউম্যান) এর উদ্যোগে পৃথিবীব্যাপী দক্ষিণ পূর্ব এশিয়ান মার্শাল আর্টের হারানো ঐতিহ্য পুণরুদ্ধারের আন্দোলন বিষ্ময়কর সাফল্যগাঁথা সৃষ্টি করেছে। 

   

রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৭/আমিনুল