খেলাধুলা

প্রথম টেস্টে নেই শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। এই টেস্টের দলে থাকছেন না উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ইনজুরির কারণেই ধাওয়ানকে প্রথম টেস্টে রাখা হচ্ছে না। অবশ্য দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগেই হাঁটুর ইনজুরিতে পরেছেন ধাওয়ান। ইনজুরি থেকে সেরে উঠতে কিছুটা সময় লাগবে তার। যেহেতু তিনি প্রথম টেস্টে থাকছেন না, সেহেতু সেরে উঠতে ১০ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছেন। ১৩ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ধাওয়ানের পরিবর্তে ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে মুরালি বিজয় ও লোকেশ রাহুলকে। অবশ্য ধাওয়ান টেস্ট কিংবা ওয়ানডের পরীক্ষিত উদ্বোধনী ব্যাটসম্যান। ইনজুরিতে না পরলে তিনি যে অটোমেটিক চয়েজ থাকতেন সেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্য ভারত উদ্বোধনী ব্যাটসম্যান নিয়ে সম্প্রতি মধুর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ধাওয়ানের পাশাপাশি লোকেশ রাহুল, মুরালি বিজয়ও রয়েছেন দারুণ ফর্মে। ৫০ দিনের সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ৩ ম্যাচ টেস্ট, ৬ ম্যাচ ওয়ানডে ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে। রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/আমিনুল