খেলাধুলা

সিডনি টেস্টে ওকসহীন ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ অ্যাশেজের শেষটিতে আগামীকাল স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সাইড স্ট্রেইন চোটের কারণে সিডনিতে শেষ টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। পাঁচ ম্যাচ অ্যাশেজে শেষ চারটিতে ৩-০ ব্যবধানে হেরে সিরিজ হেরেছে ইংল্যান্ড। মান বাঁচানোর লড়াইয়ে আগামীকাল শেষটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে রুট-কুক-অ্যান্ডারসনরা। গুরুত্বপূর্ন এ ম্যাচের আগেই ওকসকে না পাওয়ার দুঃসবাদ পেল ইংল্যান্ড দল। সিডনিতে তার পরিবর্তে মাঠে নামবেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার মেসন ক্রেন। ২০ বছর বয়সি এ স্পিনারের কথা নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। গতকাল অনুশীলনের সময় সাইড স্ট্রেইনে চোট পান ওকস। আজ ওকসের সাইড স্ট্রেইন ইনজুরির স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফল খুব একটা সুবিধার নয়। তাই সিডনি টেস্টে খেলা হচ্ছে না তার। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই ইনজুরিতে ভুগছেন ওকস। চ্যাম্পিয়নস ট্রফিতে উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন তিনি। এরপর টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন ইংলিশ এ পেসার। ইনজুরি কাটিয়ে চলমান অ্যাশেজে ভালোই ফর্মে ছিলেন ওকস। সবশেষ চার টেস্টে ১০ উইকেট নেন তিনি। তবে ব্যাট হাতে ৭ ইনিংসে তার কাছ থেকে এসেছে মাত্র ১১৪ রান। ইংল্যান্ডের সীমিত ওভারের খেলায় গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ওকস। পাঁচ ম্যাচ টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে  ইংল্যান্ড। তাই সিডনি টেস্টে তাকে নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাইছে না ইংল্যান্ডের নির্বাচকরা। রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৮/শামীম