খেলাধুলা

২০২০ পর্যন্ত ম্যানসিটিতে থাকতে চান আগুয়েরো

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার সিটির সঙ্গে সার্জিও আগুয়েরোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালে। এর আগেই আর্জেন্টাইন এ তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন। তবে ২০২০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে ক্লাবটিতে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তবে নিজের ভবিষ্যত ক্লাবের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন আগুয়েরো। ম্যানচেস্টার সিটির আক্রমণভাগে গুরুত্বপূর্ণ একজন তারকা আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। বর্তমান কোচ পেপ গার্দিওলার সঙ্গে কোনো ঝামেলা না থাকলেও নিজের ভবিষ্যত ক্লাবের কর্তাব্যক্তিদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে সিটির ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন আগুয়েরো। ম্যানসিটিতে নিজের ভবিষ্যত জানতে চাইলে আগুয়েরো বলেন, ‘আমি মনে করি, এখানে ২০২০ পর্যন্ত সময় আছে আমার। সত্যি বলতে, আমার চুক্তি শেষ করার আশা রয়েছে। এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এরপর দেখবো কী হয়।’ ক্লাব পরিবর্তন নিয়ে আগুয়েরো বলেন, ‘অবশ্যই, আমার পরিকল্পনা ক্লাব বদল নয়। সবসময়ের মতো আগে যেমন বলেছি, শেষ কথাটা ক্লাবের। একমাত্র তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কারণ, ক্লাবই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তারাই বলে, আপনাকে যেতে হবে না থাকতে হবে। ক্লাবের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/শামীম