খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের ম্যাচ শুরু দুপুর ১২টায়

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের অপর দল শ্রীলঙ্কা। সিরিজের সাতটি ম্যাচের ফিক্সচার অনেক আগে চূড়ান্ত করে ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় জানিয়েছিল দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। তবে শীতের তীব্রতা ও শিশির ভাবনায় ত্রিদেশীয় সিরিজের সময় এগিয়ে আনা হয়েছে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। আজ বিসিবি এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘শিশিরের কারণে ম্যাচে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে ব্যাপারটিকে প্রাধান্য দেয়া হয়েছে।’ ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। মূল ম্যাচে মাঠে নামার আগে জিম্বাবুয়ে দল বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় আসবে ১০ জানুয়ারি। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে। লঙ্কানরা ঢাকায় আসবে ১৩ জানুয়ারি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৯ জানুয়ারি, দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার পর আবার ২৩ জানুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ ২১ জানুয়ারি। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ২৭ জানুয়ারি। দিবারাত্রির সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দেশের মাটিতে আট বছর আগে শেষ ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার সাথে প্রতিপক্ষ ছিল ভারত। রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল