খেলাধুলা

কুতিনহোর স্বপ্ন পূরণ

ক্রীড়া ডেস্ক : ফিলিপে কুতিনহোকে ধরে রাখতে সব ধরনের চেষ্টাই করেছে লিভারপুল। কিন্তু কুতিনহোর মন পড়ে ছিল যে বার্সেলোনায়! তাই তো লিভারপুল ছেড়ে বার্সায় আসার পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানালেন, তার স্বপ্ন পূরণ হয়েছে। আজ অফিসিয়ালি চুক্তিতে সই করবেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। এরপর তাকে ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। কুতিনহো শনিবার রাতেই বার্সেলোনায় উড়ে গেছেন। রোববার ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচ শেষে ফটোসেশনে অংশ নিয়েছিলেন ২৫ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনার টুইটার পেজে পোস্ট করা ভিডিওতে কুতিনহো বলেছেন, ‘হাই বার্সা সমর্থকরা, আমি চলে এসেছি। আমার স্বপ্ন পূরণ হলো। আশা করি কাল (আজ) দেখা হবে।’ পরে তিনি বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশে খেলতে তার আর তর সইছে না, ‘এটি অবিশ্বাস্য যে, আমি আইডল খেলোয়াড়দের সঙ্গে খেলব। সেই সব খেলোয়াড়, যারা অনেক ইতিহাস গড়েছে। লিও মেসি, লুইস সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে, বুসকেটস। তাদের অংশ হতে পেরে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার, একসঙ্গে অনেক কিছু জেতার সুযোগ পেয়ে আমি খুশি।’ বার্সেলোনার সঙ্গে কুতিনহোর চুক্তি হচ্ছে সাড়ে ৫ বছরের। তার বাই আউট ক্লজ থাকছে ৩৫৫ মিলিয়ন পাউন্ড। তার ওপরে আছেন শুধু নেইমার। গত আগস্টে পিএসজিতে যাওয়ার সময় নেইমার ২০০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা ছাড়েন। রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৮/পরাগ