খেলাধুলা

সুন্দর ফুটবলের চর্চা করে না রিয়াল: জাভি

ক্রীড়া ডেস্ক : মৌসুমের এ সময়টিতে বেশ বাজে সময় কাটাচ্ছে স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। লিগে বর্তমান চ্যাম্পিয়ন হলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে টেবিলে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। এ বাজে সময়ে রিয়ালের খেলার ধরন ও বিভিন্ন দিক নিয়ে সমালোচনার ঝর উঠছে। সম্প্রতি রিয়ালের হয়ে ফর্মহীনতায় ভুগছেন দলটির সবচেয় বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার সঙ্গে অন্য ফরোয়ার্ডরা দলকে ছন্দে ফেরাতে খুব একটা ভূমিকা রাখতে পারছেন। এমন দুঃসময়ে রিয়ালের খেলার ধরন নিয়ে খোঁচা দিলেন বার্সেলোনার প্রাক্তন তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ। সুন্দর ফটবল খেলার ধরন নিয়ে রিয়াল কোনো মাথা ঘামায় না বলে দাবি করেন জাভি। গোল ডট কমকে দেওয়া সাক্ষাতকারে জাভি বলেন, ‘মাদ্রিদের খেলার ধরনে নান্দনিক আনন্দের ফুটবলের কোনো অবস্থান নেই। খেলোয়াড়দের জন্য বার্সা হচ্ছে চূড়ান্ত এক পরীক্ষা। এটা বিশ্বের অন্যতম কঠিন একটি ক্লাব এবং ভক্তদের প্রত্যাশাটাও এখানে খুব বেশি। মাদ্রিদ খুব সুন্দর করে ফুটবলটা খেলে না। বার্নাব্যুতে  একজন ডিফেন্ডার বল নিয়ে স্টান্ডে গেলে সেটা নিয়ে তারিফ করা হয়। এটা তাদের ধরন।হোসে মরিনহো তাদের বল নিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার ধরন শিখিয়েছেন। ডি মারিয়া, রোনালদো ও বেনজেমারা এমনটাই করছে। এখন গ্যারেথ বেলও সেটা করছে। তারা আসলে ফুটবল খেলতে চায় না।’ রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/শামীম