খেলাধুলা

পাকিস্তান টি-টোয়েন্টি দলে ডাক পেলেন শেহজাদ

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন সিরিজ উপলক্ষ্যে পাকিস্তানের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন আহমেদ শেহজাদ। আজ বুধবার কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তবে শেহজাদ ডাক পেলেও উপেক্ষিতই থেকে গেছেন কামরান আকমল। ঘরোয়া লিগে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়তে পারেনি পাকিস্তানের নির্বাচকদের। গত নভেম্বরে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলে জায়গা পাননি আহমেদ শেহজাদ। তবে সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সে আবারও দলে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সি এ তারকা। অন্যদিকে ঘরের মাঠে জাতীয় টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল জায়গা পাননি কামরান আকমল। গত নভেম্বরে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৩২ রান করেন ৩৫ বছর বয়সি কামরান।তবে এবারও ভাগ্য মুখ ফিরে তাকায়নি তার দিকে। কামরানের সঙ্গে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ইমাদ ওয়াসিমকে। হাটুর চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দলে রাখা হয়নি তাকে। একই কারণে টি-টোয়েন্টি দলেও জায়গা পাননি তিনি। পাকিস্তান দল: সরফরাজ আহমেদ, ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নেওয়াজ, সাদাব খান, ফাহিম আশ্রাফ, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির, হাসান আলী, রুম্মন রায়েস ও উমর আমিন। রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/শামীম