খেলাধুলা

পাকিস্তানকে আবারও হারাল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক: গত নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল আফগানিস্তান। আফগান যুবারা এবার পাকিস্তানকে হারিয়ে আবারও চমকে দিল। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের যুবাদের ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। কবহাম ওভালে আগে ব্যাটিং করতে নেমে ৪৭.৪ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২.৩ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে এশিয়ার চ্যাম্পিয়নরা। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাভীন-উল-হক নিজের প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন। নিয়মিত বিরতিতে পাকিস্তান উইকেট হারালেও ব্যতিক্রম ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রোহাইল নাজির। ৮১ রানের ইনিংস খেলে পাকিস্তানের ইনিংসকে সম্মানজনক জায়গায় নিয়ে যান এ ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে আলী জয়রাব। বল হাতে ৩টি করে উইকেট নেন আজমাতুল্লাহ ও কাইস আহমেদ। ১টি করে উইকেট নেন জহির খান ও নিসার ওয়াদাত। সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫০ রান তুলতেই ৩ উইকেট হারায় আফগানিস্তানের যুবারা। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান দারউইস রসুলি ছিলেন দায়িত্বশীল। ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দারউইস। ৪৬ রান আসে ইকরাম আলীর ব্যাট থেকে। ৩১ রান করে ওপেনার রহমতউল্লাহ। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া দারউইস ৭৬ রানের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়। রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/ইয়াসিন