খেলাধুলা

এতো কিছুর পরও পরিবর্তন হননি সাব্বির!

ক্রীড়া ডেস্ক : গেল কয়েক বছর ধরে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচিত সাব্বির রহমান। বিপিএলের দুই আসরেই জরিমানা ‍গুনেছেন তিনি। সবশেষ জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে রাজশাহীতে এক দর্শককে পিটিয়ে মোটা অঙ্কের জরিমানা গোনার পাশাপাশি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন ছয় মাস। এতো জরিমানা, নিষেধাজ্ঞা ও শাস্তির পর সাব্বির রহমান ভেতরে ঠিক কতোটা পরিবর্তন হয়েছেন? সাব্বির বলেন, ‘এ রকম কোনো পরিবর্তন আসে নাই! মানুষ হিসেবে বাইরের এসব ঘটনা আমার উপর অনেক প্রভাব ফেলেছে। তবে যদি প্রফেশনার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে পাস্ট ইজ পাস্ট! যা হওয়ার হয়ে গেছে। এটার প্রভাব যাতে খেলায় না পড়ে। সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি ন্যাশনাল টিমকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য।’ সাব্বির রহমানের নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট রয়েছে। আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন। সে বিষয়টি মাথায় আছে কিনা জানতে চাইলে সাব্বির বলেন, ‘না। আসলে মাথায় নেতিবাচক কিছু ঘটতেছে না। ডিমেরিট পয়েন্ট নিয়ে ভাবনা নাই। এক পয়েন্ট বা ১০ পয়েন্ট, সমস্যা নাই। চেষ্টা করছি এই সিরিজটা ভালো খেলার জন্য।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/আমিনুল