খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুত সাব্বির

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে সোমবার থেকে। এই সিরিজকে সামনে রেখে প্রস্তত হচ্ছে বাংলাদেশ দল। দলগতভাবে অনুশীলন করার পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে নেটে সময় দিচ্ছেন। সেই তালিকায় আছেন সাব্বির রহমানও। আজ শনিবার তিনি জানিয়েছেন আসন্ন সিরিজগুলোর জন্য প্রস্তুত তিনি। সাব্বির বলেন, ‘পারসোনালি আমি ভালোভাবেই প্রস্তুত। যদিও গত কয়েকটা ম্যাচ আমার খারাপ গেছে। আমি চেষ্টা করেছি, আমার যেটা দুর্বল জায়গা, সেটা শক্ত করার জন্য। ওটা নিয়ে কাজ করেছি। এখন দেখা যাক, সামনে ম্যাচ আসছে। ভালো করার চেষ্টা করবো।’ কী নিয়ে কাজ করছেন সাব্বির? তিনি বলেন, ‘কিছু স্পিন নিয়ে কাজ করেছি। কিছু ফ্রন্টফুট নিয়ে কাজ করেছি। নেটে একা এগুলো নিয়ে কাজ করেছি। যে দুর্বলতা ছিল, তা রিকভার করার চেষ্টা করেছি। ম্যাচে রান পাওয়া আসলে কপালের ব্যাপার। রান না পেলেই টেকনিক ভালো না, করলে ভালো; ব্যাপারটা সেটা না।’ সেট হয়ে আউট হওয়ার বিষয়ে সাব্বির বলেন, ‘এটা টেম্পারেমেন্টের ব্যাপার না। আমার খেলাই আসলে এমন। আগে যখন তিন নম্বরে খেলতাম, তখন ব্যাপারটা অন্য রকম ছিল। এখন ছয়, সাত বা পাঁচ, ছয়ে খেলব। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন যেখানে খেলার সুযোগ পাব, চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী খেলার। এখন আমি চিন্তা করছি, কখন কিভাবে খেলা উচিত তা নিয়ে। যদি উইকেটে থাকি, ম্যাচ ফিনিশ করব ইনশাল্লাহ।’

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/আমিনুল