খেলাধুলা

পর্দা নামল প্রিমিয়ার লিগের

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমের পর্দা নেমেছে আজ শনিবার। এবারের এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। যা তাদের ষষ্ঠ লিগ শিরোপা। রানার্স-আপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২২ ম্যাচের ১৬টিতে জিতে, ৪টিতে ড্র করে ও ২টিতে হেরে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেছে আবাহনী। সমান ম্যাচের ১৪টিতে জিতে, ৫টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে শেখ জামাল। ৪৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় হয়েছে চট্টগ্রাম আবাহনী। ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রেলিগেশন প্রাপ্ত হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। অবশ্য রহমতগঞ্জ রেলিগেটেড হওয়ার কথা ছিল। কিন্তু ২২তম রাউন্ডে আজ শনিবার তারা ২-০ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রেলিগেশন এড়িয়েছে।

 

লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন শেখ জামালের দুই বিদেশি সলোমান কিং ও রাফায়েল ওডোইন। তারা দুজনেই ১৫টি করে গোল করেছেন। আর দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৮ গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ। ৬টি গোল করেছেন ঢাকা আবাহনীর নাসির চৌধুরী। এক নজরে প্রিমিয়ার লিগ ২০১৬-১৭ :

চ্যাম্পিয়ন- ঢাকা আবাহনী লিমিটেড

রানার্স আপ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব

তৃতীয় - চট্টগ্রাম আবাহনী

 

সর্বোচ্চ গোলদাতা :

বিদেশি : সলোমন কিং, রাফায়েল ওডোইন (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ১৫টি করে গোল)

দেশি : তৌহিদুল আলম সবুজ (চট্টগ্রাম আবাহনী, ৮ গোল), দ্বিতীয় সর্বোচ্চ নাসির চৌধুরী (আবাহনী লিমিটেড, ৬ গোল)।

রেলিগেশন : ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব (২২ ম্যাচ ১৭ পয়েন্ট)। রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/আমিনুল